শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৬:২৩ অপরাহ্ন

সাকিবকে ছাড়িয়ে সেরা তাইজুল

Reporter Name / ২৬৬ Time View
Update : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

তাইজুল ইসলাম বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা বোলার। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সিলেটে বল হাতে দশ উইকেট নিয়েছিলেন এই টাইগার স্পিনার, হয়েছিলেন ম্যাচসেরাও। ঢাকা টেস্টেও প্রথম দিনেই কিউইদের টপ অর্ডারের গুরুত্বপূর্ণ দুই উইকেট তুলে নিয়েছেন তিনি। এমন পারফর্ম্যান্সে এবার সুখবরও পেয়েছেন তিনি।

টেস্ট ইতিহাসে বাংলাদেশের বোলারদের মধ্যে সবথেকে বেশি রেটিং পয়েন্ট ছিল সাকিব আল হাসানের। ২০১৭ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকের সিরিজের সময় বিশ্বসেরা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ছিল ৭০৫।

এবার সেই রেকর্ডই ভেঙেছেন তাইজুল। সাদা পোশাকের র‍্যাঙ্কিংয়ে তার রেটিং পয়েন্ট এখন ৭০৮। রেটিং পয়েন্টে এগিয়ে যাওয়ায় র‍্যাঙ্কিংয়েও বড় লাফ দিয়েছেন সিলেট টেস্টের জয়ের নায়ক।

সাদা পোশাকের বোলারদের মধ্যে তাইজুল ছিলেন র‍্যাঙ্কিংয়ে ১৮ নম্বরে। তবে এখন তিনি ওঠে এসেছেন ১৪ নম্বরে। এদিকে তাইজুলের মত র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তরও। ৫৫তম স্থান থেকে তিনি ওঠে এসেছেন ৪২ নম্বরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর