শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

দুদকে ষড়যন্ত্রকারীরা ছিল, এখনো আছে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক / ৪২৬ Time View
Update : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

দুর্নীতি দমন কমিশনে (দুদক) ষড়যন্ত্রকারীরা ছিল, এখনো আছে, তাদের পরিচয় দুদক চেয়ারম্যানকে জানানো হবে বলে জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পদ্মাসেতুতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, দেশকে নানাভাবে বিব্রত করার চেষ্টাকে ন্যায়ের সঙ্গে আইনের মাধ্যমে আমরা প্রতিহত করেছি। দুদকের সবাইকে আমি সাধুবাদ জানাই। সত্য কথা বলতে গেলে সবাই একমত হয় না। দু-একজন দ্বিমত করার চেষ্টা করেই। সেই ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সেদিন আমি ধরতে পারি। তখন আমি এজাহার বদল করতে বলি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি সহানীয় পর্যায়ে আছে বলে মেগা প্রজেক্টগুলো নিয়ে কোনো অভিযোগ উত্থাপিত হয়নি।

সরকারের প্রশংসা করে তিনি বলেন, এটা সরকারে সাফল্য।

এ সময় দুর্নীতিকে প্রান্তিক উন্নয়নের সবচেয়ে বড় বাধা উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি যথাযথভাবে কার্যকর করা গেলে উন্নয়নের অগ্রযাত্রা আরও গতি পাবে। নিরাপরাধ ব্যক্তি যেন দুদকে হয়রানির শিকার না হয়, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর