প্রার্থিতা ফিরে পেলেন অধ্যাপক আনোয়ার
নির্বাচন কমিশনে আপিলে জিতে নেত্রকোনা-৫ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার রোববার তিনি বলেছেন, প্রার্থিতা যখন বাতিল হল, তখন শোকের ছায়া ছিল। আজ প্রার্থিতা ফিরে পাওয়ায় সবাই আনন্দিত। নির্বাচন হয়ত অংশগ্রহণমূলক হবে, কিন্তু ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারবে কিনা, গোপনীয়তায় তাদের ভোটটা দিতে পারবে কিনা, এটা হল চ্যালেঞ্জ।
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে গেলে নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারদের সমর্থনমূলক স্বাক্ষর তালিকা জমা দিতে হয়। সেই তালিকায় গরমিলের অভিযোগে অধ্যাপক আনোয়ারের মনোনয়নপত্র বাতিল করেছিল নির্বাচন কমিশন।
রিটার্নিং কর্মকর্তার ওই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে গত বুধবার তিনি বলেছিলেন, স্বতন্ত্র প্রার্থীদের ভোট থেকে দূরে রাখার কৌশলের অংশ এই বিধান। এটা পরিবর্তন করা উচিত।
আর রোববার প্রার্থিতা ফিরে পাওয়ার পর তিনি বলেন, এখন পর্যন্ত যেটা দেখছি, আওয়ামী লীগের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করেই যাচ্ছে। সেগুলোর ব্যাপারে যদি ব্যবস্থা নেওয়া হয়, তখন হয়ত মানুষ আশ্বস্ত হবে।
নেত্রকোণা-৫ আসনের বর্তমান সংসদ সদস্য আনোয়ার হোসেনের ছোট ভাই ওয়ারেসাত হোসেন বেলাল। তার বদলে এবার এ আসনে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে দলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেনকে।
বেলাল পূর্বধলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং আণবিক জীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করা আনোয়ার হোসেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতিও ছিলেন। ২০১২-২০১৪ সময়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। তারা দুজন প্রয়াত কর্নেল তাহেরের ছোট ভাই।