যেকোনো সময় সিদ্ধান্ত নিতে হতে পারে: জাপা মহাসচিব
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বার্থে যেকোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। সোমবার বিকালে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আসন নিয়ে সমঝোতা হয়েছে কি না, জানতে চাইলে জাপা মহাসচিব বলেন, ‘নির্বাচনে কোনো দলের সঙ্গে বোঝাপড়া বা সমঝোতা, সে রকম এখনো কিছু হয়নি। তবে রাজনীতি, নির্বাচনের কৌশল এগুলোতে শেষ বলে কিছু নেই। যেকোনো সিদ্ধান্ত, যেকোনো সময় দলের পক্ষ থেকে, দলের প্রয়োজনে, নির্বাচনের স্বার্থে অনেক কিছুই হতে পারে।’
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে তিনি বলেন, ‘আমার জানামতে, এ নিয়ে কোনো আলোচনা হয় নাই। আমরা চাই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ। সে বিষয়ে আলোচনা হয়েছে।’
মুজিবুল হক চুন্নু বলেন, ‘আমরা আশা করি, নির্বাচনে যদি ভোটাররা ভোট দিতে পারে, দেড় শতাধিক আসন পাব।’
জাপার নির্বাচন বর্জন করার কোনো সম্ভাবনা আছে কি না, জানতে চাইলে দলটির মহাসচিব বলেন, ‘নির্বাচনে এসেছি সরে আসার জন্য না, আটঘাট বেঁধে নেমেছি। যদি উদ্ভূত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, তখনকার পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। দলের স্বার্থে যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে হতে পারে।’