বিএনপি নেতা মজনুসহ ১৩ জনের কারাদণ্ড
পাঁচ বছর আগে রাজধানীর শাহজাহানপুর থানায় পুলিশের ওপর হামলা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ ১৩ জনকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে রয়েছেন-আহসান হাবিব হীরা, আবদুল্লাহ জামান আদিত্য চৌধুরী, আলমগীর হোসেন আজাদ, গিয়াস উদ্দিন মানিক, বদরুল আলম সবুজ, সোহাগ ভূঁইয়া, মোহাম্মদ ভাসানী চাকলাদার, মোহাম্মদ বেলাল উদ্দিন। পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তারা খালাস পেয়েছেন।
২০১৮ সালের সেপ্টেম্বর মাসে শাহজাহানপুর থানা এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় এ মামলা করা হয়।