মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পূর্বাহ্ন

নৌকায় উঠলেন মঞ্জু-ইনু-মেননরা

সিনিয়র রিপোর্টার / ২৬৪ Time View
Update : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। রোববার ১৭ ডিসেম্বর জোট ও দলের প্রার্থীর হিসাব দিতে এসে সাংবাদিকদের এমন তথ্য জানান আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

তিনি বলেন, আওয়ামী লীগ ২৯৮ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিল। বাছাইয়ে পাঁচটিতে বাতিল হয়েছে। উচ্চ আদালতে গিয়েছেন সেই প্রার্থীরা। এখন আমাদের বৈধ প্রার্থী ২৯৩টি। আমাদের মিত্রদের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছি। মিত্র হিসেবে ১৪ দলের শরিকদের মধ্যে তিনটি দলকে ছয়টি আসন দিয়েছি। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে দুটি, জাতীয় সমাজতান্ত্রিক দলে (জাসদ) তিনটি ও জাতীয় পার্টিকে (জেপি) একটি আসন ছেড়ে দিয়েছি আমরা।

বিপ্লব বড়ুয়া বলেন, জাতীয় পার্টির জন্য আমরা ২৬টি আসনে প্রার্থী প্রত্যাহার করে নিয়েছি। সবমিলিয়ে ৩২টি আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহারের করে নিয়েছি আমরা।

১৪ দলীয় জোটের অংশ হিসেবে জাতীয় পার্টির-জেপির আনোয়ার হোসেন মঞ্জুর জন্য পিরোজপুর-২ আসন, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের জন্য বরিশাল-২ আসনে ও ফজলে হোসেন বাদশার জন্য রাজশাহী-২ আসনে, জাসদের একেএম রেজাউল করিম তানসেনের জন্য বগুড়া-৪ আসনে, হাসানুল হক ইনুর জন্য কুষ্টিয়া-২ আসনে ও মোশারফ হোসেনের জন্য লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে। ওই ছয় প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

প্রসঙ্গত, আনোয়ার হোসেন মঞ্জুর দল জাতীয় পার্টির (জেপি) প্রতীক বাইসাইকেল, হাসানুল হক ইনুর দল জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) প্রতীক মশাল ও রাশেদ খান মেননের দল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতীক হাতুড়ি। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর