যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ
শেখ পারভেজের বল উড়িয়ে মারলেন অমিদ রেহমান। আকাশে উঠে যাওয়া বল ধরতে একসঙ্গে দৌড়ে এলেন লং অফ, লং অনের ফিল্ডার। সফল হলেন লং অনে থাকা মোহাম্মদ শিহাব। তার হাতে বল জমা পড়তেই উল্লাসে মাতলেন ক্রিকেটাররা, ডাগ আউট থেকে পতাকা নিয়ে দৌড়ে এলেন বাকিরা। প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতল বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দশম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানে হারাল বাংলাদেশের যুবারা। রোববার ২৮৩ রানের লক্ষ্যে ২৪.৫ ওভারে স্রেফ ৮৭ রানে গুটিয়ে গেল স্বাগতিক দল।
২০১৯ সালের আসরে রানার্স-আপ হওয়া ছিল বাংলাদেশের এত দিনের সেরা সাফল্য। টুর্নামেন্টে নিজের দ্বিতীয় সেঞ্চুরিতে দলকে বড় সংগ্রহ এনে দেন আশিকুর রহমান। পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেন ছন্দে থাকা চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম। পরে সম্মিলিত বোলিং দাপটে অনায়াস জয় পায় বাংলাদেশ।