বিজয় শোভাযাত্রায় আ.লীগ নেতাকর্মীরা
মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে বিজয় শোভাযাত্রা করছে আওয়ামী লীগ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি ধানমন্ডি-৩২ নম্বর গিয়ে শেষ হবে। বেলা সাড়ে ১২টা থেকে শোভাযাত্রায় অংশ নিতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিউশনের সামনে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
এদিকে শোভাযাত্রার শুরু দেশাত্মবোধক গান পরিবেশন করেছেন সঙ্গীত শিল্পী আলম আরা মিনু। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা ১০ সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রিয়াজসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ নেতারা।
সরেজমিনে দেখা যায়, ঢাকা-১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লার নৌকা প্রতীক ওঠানো হয়েছে ট্রাকে। আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা অংশ নিতেই নৌকাকে ট্রাকে তোলা হয়। প্রতিটি ট্রাকেই নৌকা প্রতীকের ভোট চেয়ে ব্যানার লাগানো রয়েছে।