শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

দলে নির্বাচন বিরোধী সহিংসতা সমর্থন করি না: ওবায়দুল কাদের

সিনিয়র রিপোর্টার / ১৪৮ Time View
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নৌকার প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী কারোই বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অধিকার নেই। নির্বাচন বিরোধী সহিংসতায় জড়িয়ে পড়ার কোনো সুযোগ নেই। এটা আমরা সমর্থন করি না। এ ক্ষেত্রে নির্বাচন কমিশন যে ব্যবস্থা নেবে আমরা সেটাকেই সমর্থন করব।’

সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের নামে যারা নির্বাচনের পরিবেশ দূষিত করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনে সংঘাতের আশঙ্কা সব সময়ই থাকে। আমাদের এ অঞ্চলে নির্বাচনকে কেন্দ্র করে এ বিষয়টা সব সময়ই থাকে। তবে আমি বড় ধরনের কোনো সংঘাত হওয়ার আশঙ্কা দেখছি না।’

একইসঙ্গে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান তিনি। নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘সময়মতো আমরা নির্বাচনী ইশতেহার প্রকাশ করব। সেখানে দেশি-বিদেশী অনেককেই আমন্ত্রণ জানাব।’

১৫ বছরে ব্যাংক খাত থেকে ৯২ হাজার কোটি টাকা লোপাট হয়েছে বলে সিপিডির দাবির পরিপ্রেক্ষিতে সিপিডির কাছেই ওই টাকার সন্ধান চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সিপিডি যেহেতু অনিয়মের অভিযোগ এনেছে, তাদেরই বলতে হবে সেই টাকাগুলো কোথায় আছে।’

দেশের শান্তিপূর্ণ দ্বাদশ সংসদ নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করতেই বিএনপি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে, এমনটাও দাবি করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর