শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন

আওয়ামী লীগের ইশতেহার ঘোষণায় ১১টি বিষয়কে অগ্রাধিকার দেয়া হয়েছে

সিনিয়র রিপোর্টার / ১৩৩ Time View
Update : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় ইশতেহার ঘোষণা করবেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ২৭ ডিসেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বলরুমে কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন তিনি। স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের অধিকার আদায়ে দল। বাংলাদেশ আজ মিরাকেল অর্থনৈতিক দেশ। মানবাধিকার ও আইনের শাসন আজ প্রতিষ্ঠিত।

নির্বাচনী ইশতেহার- ২০২৪ ‘স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমান বাড়বে এবার কর্মসংস্থান’। স্লোগানকে সামনে নিয়ে যে ১১ টি বিষয়কে বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হয়েছে তা হলো –
দ্রব্যমূল সকলের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাওয়া। কর্মোপযোগী শিক্ষা যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা। আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা। লাভজনক কৃষির লক্ষ্যে সমন্বিত কৃষি ব্যবস্থা যান্ত্রিকীকরণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ বৃদ্ধি। দৃশ্যমান অবকাঠামোর সুবিধা নিয়ে এবং বিনিয়োগ বৃদ্ধি করে শিল্পের প্রসার ঘটনো। ব্যাংকসহ আর্থিকভাবে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা। নিন্ম আয়ের মানুষদের স্বাস্থ্য সেবা সুলভ করা। সর্বজনীন পেনশন ব্যবস্থায় সকলকে যুক্ত করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা ও জবাবদিহি নিশ্চিত করা হয়। সাম্প্রদায়িকতা এবং সকল ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ রোধ করা। সর্বস্তরের গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষা ও চর্চার প্রসার ঘটানো।

প্রসঙ্গত ডিজিটাল বাংলাদেশ গঠনের রূপরেখা সম্বলিত ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহারের স্লোগান ছিল ‘দিন বদলের সনদ’। এরপর ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ছিল ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’। ২০১৮ সালে একাদশ নির্বাচনে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটির ইশতেহারে স্লোগান ছিলো, ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর