আ’লীগ প্রার্থী বাহার ও শম্ভুকে জরিমানা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত দুই প্রার্থীকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচন কমিশন। বুধবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে পৃথক দুটি শুনানি শেষে কমিশন তাদের জরিমানা করে। তারা হলেন—কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার এবং বরগুনা-১ আসনের ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
আ ক ম বাহাউদ্দিন বাহারকে ১ লাখ টাকা এবং ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের জানান, উভয় প্রার্থীকে আগামী তিন দিনের মধ্যে জরিমানার টাকা পরিশোধ করতে হবে।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগের এই দুই প্রার্থীকে তলবও করেছে কমিশন। আ ক ম বাহাউদ্দিন বাহার এবং ধীরেন্দ্র দেবনাথ শম্ভু তাদের নির্বাচনী এলাকা থেকে বর্তমান সংসদ সদস্য।