নৌকার বিকল্প দেখি না: সাকিব আল হাসান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, বাংলাদেশের উন্নয়নের ধারা ধরে রাখতে নৌকার বিকল্প দেখি না।
বুধবার এক নির্বাচনী পথসভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় আগামী ৭ জানুয়ারি সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সাকিব বলেন, আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করে পাঁচ বছর আপনাদের সেবা করার সুযোগ দিন।
মাগুরা পৌরসভা মেয়র খুশির হায়দার টুটুলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় সদস্য মৃণাল কান্তি বিশ্বাস, কাউন্সিলর আল হাসান তুহিন, যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমানসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।