নির্বাচনী প্রচারে বরিশালে শেখ হাসিনা
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে পবিত্র কোরআন পাঠ, গীতা পাঠ, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেল ৩টায় জনসভায় ভাষণ দেবেন।
এর আগে, সকালে সড়কপথে বরিশালের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এবং জনসভা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সমন্বয়ক বলরাম পোদ্দার আশা প্রকাশ করেন, ১০ লাখেরও বেশি মানুষ জনসভায় যোগ দেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বরিশালে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি পুরো বিভাগে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শুক্রবার সকাল থেকেই জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।