বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ন

খুনিদের বিচার না করে পুরস্কৃত করেছিলেন জিয়া: শেখ হাসিনা

সিনিয়র রিপোর্টার / ১৯৩ Time View
Update : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বিএনপির আন্দোলন হলো মানুষ পোড়ানোর, ক্ষতি করার। বিএনপি হচ্ছে খুনিদের আর জামায়াত হচ্ছে যুদ্ধাপরাধীদের দল।

শনিবার টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায়  তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘রেল পোড়ায়, বাস পোড়ায়, গাড়ি পোড়ায়, মানুষ হত্যা করে, আমাকে পর্যন্ত হত্যার চেষ্টা করেছে তারা। লন্ডনে বসে মানুষ হত্যার নির্দেশ আসছে। যারা অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত, আগুন দিয়ে মানুষ হত্যা করে, ওই তারেকের কথা শুনে, যে টাকা আত্মসাৎ করেছে, জুয়া খেলেছে, ওই লম্পটের কথা শুনে বিএনপি নেতাকর্মীরা আন্দোলন করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তারা বারবার বাধা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা এটা করে সফল হতে পারছে না। নির্বাচন বানচাল করার অনেক ষড়যন্ত্র করেছে।’

তিনি বলেন, ‘ছোটবোন রেহানা না থাকলে আমি দেশের জন্য কাজ করতে পারতাম না।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিয়ে গেছি। ২০২১ সালে আমরা দেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে এসেছি।’

তিনি বলেন, এখানে অনেক ঘাত-প্রতিঘাতের মধ্যে চলতে হয়েছে। তার পরও আপনারা আমাকে আগলে রেখেছেন। সে জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন ছিল আমার বাবার, আমি প্রাণপণ চেষ্টা করে গেছি, আমি নিজের দিকে তাকাইনি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আয়োজিত এই জনসভায় নিজের ওপর বারবার হামলা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, বারবার হত্যার চেষ্টা করা হয়েছে আমাকে। মানবঢাল করে আওয়ামী লীগ আমাকে রক্ষা করেছে।

‘খুনিদের বিচার না করে পুরস্কৃত করেছিলেন জিয়াউর রহমান।’দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘প্রতিশ্রুতি অনুযায়ী ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করা হয়েছে। বলে ছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, তা করে দিয়েছি। স্বল্প আয়ের মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী ব্যবস্থা নিয়েছে বর্তমান সরকার।’

তিনি বলেন, ‘দেশের অবস্থা পরিবর্তন হয়েছে। সেই পরিকল্পনাই আমাদের ছিল। পায়ে হেঁটে ঢাকায় যেতে হতো। এখন দিনে দিনে যেতে পারেন, আসতে পারেন।’

বাংলাদেশে কেউ ভূমিহীন থাকবে না মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘বাবার স্বপ্ন ছিল বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন। তার মুখে এগুলো শুনে শুনে বড় হয়েছি। আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়ন করছি।’

তিনি বলেন, ‘যুদ্ধের কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। তারপরও আমাদের অর্থনীতি ভালো অবস্থানে।’দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর