কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতাকর্মীরা

রাজধানীর কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছোট ছোট মিছিল নিয়ে দলীয় প্রার্থী নৌকা প্রতীকের স্লোগানে ঢাক ঢোল বাজিয়ে জনসভায় আসছেন তারা। সোমবার ১ জানুয়ারি বিকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু হয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও বক্তব্য রাখবেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগসহ কেন্দ্রীয় নেতারা।