বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১০ অপরাহ্ন

স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল করল ইসি

সিনিয়র রিপোর্টার / ১৫৫ Time View
Update : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

আচরণবিধি ভঙ্গের কারণে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার দুপুরে ইসির উপ-সচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

আচরণবিধি ভঙ্গের কারণে প্রথমবারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি। জানা গেছে, লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন গত শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহানকে হোয়াটসঅ্যাপে ফোন করেন। ফোনে নির্বাচনী বিভিন্ন অভিযোগের বিষয়ে আলোচনা করার সময় উচ্চবাক্য শুরু করেন তিনি। একপর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে অকথ্য ভাষায় আপত্তিকর কথা বলেন।

এ কর্মকাণ্ডের মাধ্যমে পবন আরপিও বিধান লঙ্ঘন করেছেন জানিয়ে গতকাল সোমবার বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে চিঠি দেয় ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালাম।

আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে জড়িত থেকে ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ করায় নির্বাচনী অনুসন্ধান কমিটি পবনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠায় রবিবার। এরপরই তাকে তলব করা হয়। তলবের পর আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাল ইসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর