আফ্রিদির বিশ্রামের সিদ্ধান্তে ক্ষুব্ধ ওয়াসিম-ওয়াকার
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টে খেলছেন না শাহীন শাহ আফ্রিদি। বিশ্রামে রাখা হয়েছে পাকিস্তানি এই পেসারকে। ইতোমধ্যেই ২-০ ব্যবধানে হেরে সিরিজ খুইয়েছে পাকিস্তান। এই অবস্থায় আফ্রিদির বিশ্রাম নেওয়াকে ভালোভাবে নিচ্ছেন না দেশটির কিংবদন্তি দুই পেসার ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনিস। ক্রিকেট পাকিস্তান এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ২ উইকেট নেন আফ্রিদি। মেলবোর্ন টেস্টে অবশ্য জ্বলে উঠেছিলেন তিনি। নিয়েছেন ৪ উইকেট। পাকিস্তানের ফিল্ডাররা ক্যাচ না ছাড়লে আরও ভালো বোলিং ফিগার হতে পারতো তার।
এই দুই টেস্টে আফ্রিদি বল করেছেন প্রায় ১০০ ওভার, যা দ্বিতীয় সর্বোচ্চ বোলিং করা স্পিনার নাথান লায়নের চাইতে ৩০ ওভার বেশি। এ কারণেই বিশ্রামে রাখা হয়েছে তাকে। কেননা টেস্ট সিরিজ শেষেই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এই সিরিজে দলটির নেতৃত্ব দেবেন আফ্রিদি।
আকরাম ও ওয়াকার পাকিস্তানের ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। ওয়াসিম আকরাম বলেন, এই সিরিজের পরই নিউজিল্যান্ডে পাঁচটি টি-টোয়েন্টি আছে, শাহিন সেখানে অধিনায়ক। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটকে কে পরোয়া করে? আমি বুঝি, এটা বিনোদনের জন্য, বোর্ড, খেলোয়াড়দের আর্থিক লাভের জন্য, কিন্তু ক্রিকেটারদের বুঝতে হবে, টেস্ট ক্রিকেটটাই আসল। এটা ম্যানেজমেন্টের বিষয় নয়, এটা শাহিনের সিদ্ধান্ত।’
আকরাম আরও বলেন, আমরা ২০ বছর আগের সিডনি টেস্ট নিয়ে কথা বলি, কিন্তু কেউ মনে রাখে না গত রাতে টি-টোয়েন্টিতে কী হয়েছে। এটাই পার্থক্য। তাদের বুঝতে হবে, শিখতে হবে, তারা ক্রিকেটের কিংবদন্তি হতে চায় নাকি মিলিয়নিয়ার? আপনি একটু মাথা খাটালে একসঙ্গে দুটোই হতে পারবেন।
বিষয়টি নিয়ে আকরামের মতোই বিস্ময় প্রকাশ করছেন ওয়াকার। তিনি বলেন, এটা আমাকে অবাক করেছে। কারণ, আমি ওকে এই টেস্টে প্রত্যাশা করেছিলাম। গত টেস্টে ওকে ভালো মনে হয়েছে। পুরোনো শাহিন আফ্রিদির মতো মনে হয়েছে, সুইং পেয়েছে, গতিও বাড়ছিল।