মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

কিয়েভে রাশিয়ার রাতভর বোমা হামলা

ডেস্ক রিপোর্ট / ১৯২ Time View
Update : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে বোমা হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল মঙ্গলবার মঙ্গলবার একের পর এক বোমারু হামলা চালায় তারা। রাজধানী কিয়েভ, উত্তর-পূর্বের শহর খারকিভ-সহ একাধিক অঞ্চলে এই হামলা চলেছে। ঘটনায় এখনো পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের সেই সংঘাত চলছে প্রায় দুই বছর ধরে। এতে দুই পক্ষের বহু হতাহত হয়েছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

ইউক্রেনের সেনা জানিয়েছে,রাশিয়ার নয়টি টুপোলেভ টিইউ-৯৫এমএস বোমারু বিমান নিয়ে এই হামলা চালানো হয়েছে। গত ডিসেম্বরে শেষ এই বিমান ব্যবহার করা হয়েছিল। সেবারও গোটা ইউক্রেনজুড়ে আক্রমণ চালিয়েছিল রাশিয়া। ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছিল।

ঘটনার পর একটি ভিডিও বিবৃতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘আরো একবার সারা রাত ধরে আক্রমণ চালিয়েছে রাশিয়া। বন্ধু দেশগুলির কাছে আরো সামরিক সাহায্যের আবেদন জানাচ্ছি।’

জেলেনস্কির দাবি, অন্তত ৭০টি মিসাইল ধ্বংস করা হয়েছে। এরমধ্যে ৬০টি মিসাইল কিয়েভের দিকে যাচ্ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর