ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিচ্ছে নেতা-কর্মীরা
স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে।
মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বাংলাদেশের একমাত্র ছাত্র সংগঠন বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্র সংগঠন “ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন হল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপারেজয় বাংলার পাদদেশে আসতে শুরু করেছে।
এছাড়া ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ছাত্রলীগের ওয়ার্ড ও বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে আসতে শুরু করেছে।
সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে মূল অনুষ্ঠান শুরু হওয়ার কথা আছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রলীগের সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।