বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে সমাবেশে পৌঁছেছেন শেখ হাসিনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

দীর্ঘ প্রায় ১৫ বছর পর নারায়ণগঞ্জ শহরে এলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ জানুয়রি) বিকেল সোয়া ৩টায় শহরের ইসদাইর এলাকায় একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে পৌঁছান তিনি।

এ মাঠে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের সবশেষ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

সমাবেশ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে থেকেই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন। এসময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বলেন, দীর্ঘদিন পর নেত্রী নারায়ণগঞ্জ শহরে এসেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। প্রধানমন্ত্রীকে পেয়ে নেতাকর্মীরা অনেক বেশি উচ্ছ্বসিত।

এরআগে সবশেষ ২০১৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ওসমানী পৌর স্টেডিয়ামে এক নির্বাচনী জনসভায় নারায়ণগঞ্জ শহরে এসেছিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর