মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন

ইমাম রুকুতে থাকলে যেভাবে নামাজে শরিক হবেন

অনলাইন ডেস্ক / ২৫৮ Time View
Update : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

মসজিদে গিয়ে যদি দেখেন ইমাম রুকুতে রয়েছেন, তাহলে দাঁড়ানো অবস্থায় তাকবিরে তাহরিমা বলবেন। অতপর হাত না বেঁধে আবার তাকবির বলে রুকুতে চলে যাবেন। রুকুর জন্য আলাদা করে তাকবির না বললেও সমস্যা নেই। সাহাবিদের থেকে এ রকম ক্ষেত্রে রুকুর তাকবির বলা ও না বলা উভয় রকম আমলই বর্ণিত রয়েছে।

নামাজে ইমামের সাথে কোনো রাকাতের রুকু আদায় করতে পারলে ওই রাকাত আদায় হয়েছে বলে ধর্তব্য হয়। যেমন কেউ প্রথম রাকাতের রুকু পেলে সে ইমামের সাথেই সালাম ফেরাবে, কিন্তু প্রথম রুকুর পর প্রথম রাকাতের অন্যান্য অংশ যেমন কাওমা বা সিজদায় শরিক হলে ইমাম সালাম ফেরানোর পর তাকে ওই রাকাতটি আদায় করতে হবে।

তবে মসজিদে উপস্থিত হয়ে ইমামকে কাওমা বা সিজদায় পেলে ওই অবস্থায়ই ইমামের সাথে শরিক হয়ে যাওয়া উচিত। অনেকে ইমামের দ্বিতীয় রাকাতে দাঁড়ানোর জন্য অপেক্ষা করেন, এটা সঠিক নয়। হাদিসে এসেছে, নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِذَا أَتَى أَحَدُكُمُ الصَّلَاةَ وَالإِمَامُ عَلَى حَالٍ فَلْيَصْنَعْ كَمَا يَصْنَعُ الإِمَامُ.

তোমাদের কেউ যখন নামাজে আসে তখন ইমামকে যে অবস্থায় পায়, সে অবস্থায়ই যেন ইমামের সাথে শরিক হয়ে যায়। (সুনানে তিরমিজি: ৫৯১)

কাওমা বা সিজদায় অংশগ্রহণের মাধ্যমে ওই রাকাত আদায় না হলেও আল্লাহর কাছে এ আমলগুলোর সওয়াব অবশ্যই পাওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর