জনমানবশূন্য ২৩ বঙ্গবন্ধু আ:লীগ অফিস

আজ শনিবার (০৬ ডিসেম্বর) রাত পোহালেই ভোট, মাঝখানে সামান্য কয়েক ঘণ্টার ব্যবধান। এদিকে একেবারে জনমানবশূন্য অবস্থায় পড়ে আছে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়।
রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে এক অন্য রকম দৃশ্যর দেখা মিলল।ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের তেমন সিনিয়র নেতা-কর্মীদের দেখা পাওয়া যায়নি। এছাড়া বায়তুল মোকাররম,নয়াপল্টন, শাহবাগ মোড়ে আইনশৃংখলা রক্ষা বাহিনীরও তেমন উপস্থিতি পরিলক্ষিত হয়নি। যদিও রাজধানীতে গতকাল রাতে রেলে আগুন দিয়ে নিরীহ মানুষ হত্যার দুর্ঘটনা দেশবাসীকে স্তব্ধ করে দিয়েছে। ভোটের একদিনের ব্যবধানে আইনশৃংখলা নিয়ে রাজধানীবাসী কতটা স্বস্তিতে আছেন কৌতূহল জেগেছে সকলের মাঝেই।
এদিকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিনের দেখা মেলে।
তিনি কয়েকজন ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগ অফিসের সামনে বসে আছেন।
নিরাপত্তাহীনতায় আছেন কিনা জানতে চাইলে রিয়াজ বলেন,আমাদের জন্মই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। বিএনপির আগুন সন্ত্রাস মোকাবেলা করতে এবং রাজধানীবাসী যাতে আগামীকাল নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট পদান করতে পারে তাদের উৎসাহিত করতেই বসে আছি।
রাজপথে সকাল থেকে বসে আছি যাতে সাধারণ মানুষ বিএনপির গুজব এবং বিভ্রান্ততে কান না দেয় সচেতন করতে। আমরা মৃত্যুকে ভয় পাইনা,মৃত্যুকে আলিঙ্গন করেই রাজনীতি করি।