নাশকতা হতে পারে, তথ্য ছিল র্যাবের কাছে
‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনা সম্পর্কে র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, এ ধরনের নাশকতা হতে পারে বলে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। শনিবার দুপুরে মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
গতকাল শুক্রবার ট্রেনে একটি বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে এবং আজ সকাল থেকে বিএনপির ডাকা হরতাল চলমান। এ রকম পরিস্থিতির মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারবে কি না, জানতে চাইলে র্যাবের মহাপরিচালক বলেন, ‘নাশকতার ব্যাপারে যদি বলি, আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, এ ধরনের নাশকতা হতে পারে। ভোট বয়কট যারা করেছে, বিএনপি-জামায়াত; ইতোমধ্যে আমরা তিনজনকে ধরেছি গতকাল রাতে।’
তিনি বলেন, ‘তাদের কাছে পেট্রল বোমা পাওয়া গেছে ২৮টি, ককটেল পাওয়া গেছে ৩০টি। যে কোনো ঘটনা যখন ঘটে আমরা অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করি। এই মুহূর্তে কোনো মন্তব্য করতে পারব না, কারণ বিষয়টি তদন্তাধীন।’
খুরশীদ হোসেন বলেন, ‘এমন কোনো আশঙ্কা নেই যে মানুষ নির্ভয়ে (ভোটকেন্দ্রে) আসতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী সব বাহিনী প্রস্তুত রয়েছে এবং এখন পর্যন্ত সারাদেশের আইনশৃঙ্খলা চমৎকার, স্বাভাবিক। আমি মনে করি, নির্বিঘ্নে মানুষ ভোটকেন্দ্রে আসতে পারবে।’
তিনি বলেন, ‘নির্বাচন পরবর্তী পর্যায়ে যারা বিজয়ী হবেন এবং যারা পরাজিত হবেন তাদের মধ্যে ঝামেলা হয়, সংঘর্ষ হয়। পরবর্তী পর্যায়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, সে জন্য পর্যাপ্ত ব্যবস্থা আমরা রেখেছি। অতএব ভয় পাওয়ার, আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই।’