নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন-কাদের
ভোটাধিকার প্রয়োগ বন্ধে বিএনপির এই আগুন সন্ত্রাস মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানিগঞ্জে এক সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বিএনপির নির্বাচন বর্জনের আহ্বানের সাথে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের কোন সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করে দেখা হবে। তাদের গুজব ও প্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারে সেজন্য গতকালে রেলে আগুন দিয়ে সাধারণ মানুষ হত্যার মাধ্যমে আতংক সৃষ্টি করে ভোট বানচাল করতে চাই। অধিকতর তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার জন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান সেতুমন্ত্রী।
তিনি আরও বলেন, তাদের(বিএনপির) এই আগুন সন্ত্রাসের জবাব সারাদেশের মানুষ পুনরায় নৌকায় ভোট দেয়ার মাধ্যমে দেবে। আপনারা প্রতিটি ভোট কেন্দ্র পাহারা দেবেন,আপনাদের ভোট বুঝে নেবেন।