শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

বিএনপিকে অভিযুক্ত করে ইসিতে আ’লীগের অভিযোগ

সিনিয়র রিপোর্টার / ২৬১ Time View
Update : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন বিএনপির ‘অগ্নিসংযোগ-সন্ত্রাসীকাণ্ডের’ বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্বাচন কমিশনে (ইসি) গেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। শনিবার সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে তারা আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে যান।

নির্বাচন কমিশন থেকে বের হয়ে সাংবাদিকদের বিপ্লব বড়ুয়া বলেন, ‘যারা ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসতে চায় তাদেরকে ভয়-ভীতি দেখানোর উদ্দেশে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না। কারণ ভোটাধিকার হলো একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানাতে আমারা এসেছিলাম।’

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। আমরা এ বিষয়ে অভিযোগ জানিয়েছি নির্বাচন কমিশনকে। দেশবাসীকে বলব ষড়যন্ত্র ভয় ভীতি উপেক্ষা করে যে গণতন্ত্রের উৎসব হবে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের পরিবেশ বিরাজ করবে সেখানে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে আসবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।’

বিপ্লব বড়ুয়া বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে মানুষদের মধ্যে একটি আগ্রহ উৎসবের আমেজ বিরাজ করছে। যে কারণে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা উৎসাহ আগ্রহ নিয়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।’

ছয় সদস্যের প্রতিনিধিদলে ছিলেন, দলের কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, আইনবিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, উপ-দপ্তর সায়েম খান, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর