উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ভোট
আজ রবিবার (০৭ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর হাউজিংয়ের মোহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসায় নারী ভোটার উপস্থিতি বেশ পরিলক্ষিত হচ্ছে।
দিনের শুরুতেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোট শুরু হয়েছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। ভোট কেন্দ্রের বাহিরে লোকসমাগম বেশ কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি। রাজধানীর মোহাম্মদপুর হাউজিংয়ের মোহাম্মাদিয়া আরাবিয়া মাদ্রাসায় এ উপস্থিতি পরিলক্ষিত হয়। বিশেষ করে নারী ভোটাররা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছে।
নারী ভোটারদের সাথে কথা বলে জানা যায় তারা অধিক আগ্রহ নিয়ে ভোট প্রদান করতে এসেছেন। নিজে ভোট প্রদানের পাশাপাশি পরিবারের অন্য সদস্যদের ভোটদানে আসার অনুরোধ জানাবেন।