মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন

জিম্বাবুয়ে-শ্রীলঙ্কার প্রথম ম্যাচ বাতিল

অনলাইন ডেস্ক / ২৩২ Time View
Update : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি বাতিল হয়ে গেছে। যদিও এই ম্যাচে লড়াকু এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন শ্রীলঙ্কার মিডলঅর্ডার ব্যাটার চারিথ আশালঙ্কা। কিন্তু এতে বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি।

শনিবার কলম্বোতে ভালো কোনো সঙ্গি পাননি আশালঙ্কা। ৬ ব্যাটারের সঙ্গে ছোট ছোট জুটি করে সেঞ্চুরির দিকে এগিয়ে গেলেন এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত সফল হলেন। দুর্দান্ত ব্যাট করে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি হাঁকালেন তিনি। ৯৫ বলে ১০১ রান করে রানআউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন আশালঙ্ক।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় শ্রীলঙ্কা। দলীয় রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান ওপেনার আভিশকা ফার্নান্দো। রিচার্ড গারাবার বলে ৫ বলে ০ করে ফেরত যান তিনি।

তবে এরপর ৪৬ বলে ৬৩ রানের জুটি করেন অধিনায়ক কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা। ৪৮ বলে ৪৬ রান করে অপ্রত্যাশিত রানআউটের শিকার হন মেন্ডিস। ৩১ বলে ৪১ রান করে গারাবার দ্বিতীয় শিকার হন সামারাবিক্রমা। জানিথ লিয়ানেজ করেছেন ৩৫ বলে ২৪ রান।

আশালঙ্কার সঙ্গে কেবল ৫২ রানের জুটি করতে পারলের কেবল দুশমন্হ চামিরা। এছাড়া অন্যরা তেমন বড় কোনো স্কোর করতে পারলেন না। একের পর এক উইকেট বিলিয়ে সাজঘরে ফেরত গেছেন লঙ্কান ব্যাটাররা। অবশেষে ৯ উইকেট হারিয়ে ২৭৩ রান করে শ্রীলঙ্কা।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৪ ওভার খেলতে পারে জিম্বাবুয়ে। এরমধ্যেই চমক দেখিয়েছেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কা। ২ ওভার বল করে দুটিই মেইডেন। নিজের দ্বিতীয় ওভার মেইডেন করে ২টি উইকেটও তুলে নিলেন এই বাঁহাতি পেসার। বৃষ্টি শুরুর আগ পর্যন্ত ২ উইকেট হারিয়ে ১২ রান করে জিম্বাবুয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর