বহিরাগতদের আগমনের শঙ্কিত-সাবিনা আক্তার তুহিন
যারা ঢাকা-১৪ আসনের ভোটার নয় এমন বহিরাগতদের ভোট কেন্দ্রে উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিদ্রোহী প্রার্থী সাবিনা আক্তার তুহিন।
আজ রবিবার (০৭ ডিসেম্বর) রাজধানীর টেকনিক্যাল সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তুহিন বলেন,ভোট কেন্দ্রে বহিরাগত মানুষের আগমন ঘটেছে।যেটা অনভিপ্রেত, আমি আশাকরি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা-১৪ আসনের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবে। বহিরাগত অনেকেই নির্বাচন কেন্দ্রে প্রবেশ করছে। তাতে করে সাধারণ ভোটাররা আতংকিত।
এজেন্টদের কোন কেন্দ্রে প্রবেশ করতে বাধা দেয়া এবং সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে এই বিদ্রোহী প্রার্থী বলেন, হ্যাঁ ৭নং ওয়ার্ডে আমাদের এজেন্টদের প্রবেশ করতে বাধা দেয়া হয়। তারা অভিযোগ করে এজেন্ট কার্ডে আমার সিগনেচার নাই। কিন্তু আমি বিগত দিনেও নির্বাচন করেছি,সংসদ সদস্য ছিলাম সুতরাং আমি আইন-কানুন জানি।যথাযথভাবেই সিগনেচার করে তাদের কেন্দ্রে পাঠানো হয়। পরবর্তীতে আমি সেখানে গিয়ে আমার এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করাতে পারি।
এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ তাতে আপনি খুশি কিনা এমন আরেক প্রশ্নের জবাবে তুহিন বলেন, হ্যাঁ মোটামুটি সন্তুষ্ট। এখন পর্যন্ত আমি মনে করছি ভোট সুন্দর ও শান্তিপূর্ণভাবেই পরিচালনা হচ্ছে৷ সময় বাড়ার সাথে সাথে আরও জানা যাবে কেমন ভোটার উপস্থিতি হয়। তবে একটা কথা আবারও বলবো সেটা বহিরাগতিদের কারণে ভোটাররা আতংকিত। এই বহিরাগতরা না থাকলে আরও ভোটার উপস্থিতি ঘটতো।