বিএনপি ভোট বর্জন করেছে জনগণ বিএনপিকে বর্জন করেছে : কাদের
আজকে তাদের(বিএনপির) ভোট বর্জন এটাই প্রমাণ করে যে ভোটাররা তাদেরকে বর্জন করেছে। সারা বাংলাদেশে যে পরিবেশ, যে উৎসব, শান্তিপূর্ণ পরিস্থিতি এটা ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আজ রবিবার (০৭ ডিসেম্বর) সকাল ১০ টা ১৫ মিনিটে বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমী কেন্দ্রে ভোট শেষে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন,উৎসব মুখর পরিবেশে বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে । এটাই প্রমাণ করে বিএনপি এবং তার সমমনরা আন্দোলনে পরাজিত হয়েছে। এটাই প্রমাণ করে যারা ভোট বর্জন করতে নাশকতা ও ভায়োলেন্সের আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জাসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ বিপুল সংখ্যক ভোটার উপস্থিত ছিলেন।