সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

ভোট কেন্দ্রে নৌকার সমর্থকক জিল্লুর রহমানকে কুপিয়ে হত্যা

মুন্সিগঞ্জ প্রতিনিধি / ১৬৮ Time View
Update : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

মুন্সিগঞ্জ-৩ আসনে জিল্লুর রহমান নামের নৌকা প্রার্থীর এক সমর্থককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে মিরকাদিম উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত জিল্লুরকে এ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের কর্মী হিসেবে দাবি করেছে নৌকার সমর্থকরা।

নৌকার সমর্থকরা জানান, এ আসনের প্রধান প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের কর্মী ও সমর্থকরা এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় এলাকার দুটি কেন্দ্রে ভোটার সংখ্যা কমে গেছে।

নিহতের স্ত্রী জানান, জিল্লুর নৌকার হয়ে কাজ করছিলেন। এতে তিনি প্রতিপক্ষের চক্ষুশূল হয়ে ওঠে। তিনি বেশ কয়েকজন অভিযুক্তের নাম উল্লেখ করেছেন।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. আকরাম খান জানান, ঘটনার পরপরই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। দীর্ঘ সময় রক্তাক্ত মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল। পরবর্তীতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে গেছেন। পুলিশ ঘটনাস্থলে আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করবে।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী তাদের তৎপরতা শুরু করেছে। সুষ্ঠু ভোটগ্রহণের জন্য প্রশাসন সজাগ রয়েছে। মুন্সীগঞ্জে বাকি দুটি আসনে নির্বিঘ্নে ভোটগ্রহণ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর