মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

শেখ হাসিনার অসামান্য উন্নয়নের স্বীকৃতি হিসেবে বিপুল ভোটে বিজয়ী হবো : নাছিম

শেখ সাদী খান / ১৫৭ Time View
Update : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

শেখ হাসিনার অসামান্য উন্নয়নের স্বীকৃতি হিসেবে আওয়ামী লীগ নিশ্চয়ই বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

আজ রোববার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় রাজধানীর আবুজরগিফারী কলেজে ভোট দিতে এসে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি সবার সঙ্গে কুশল বিনিময় করেন।‌ শতবর্ষী শিরিয়া বেগমের শারীরিক খোঁজখবর নেন তিনি। এরপর বুথকেন্দ্রগুলো পরিদর্শন করেন তিনি।

সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টদের সঙ্গে কথা বলে ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চান।‌

বাহাউদ্দিন নাছিম বলেন, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ঘুরছি। অনেক বয়স্করা এসেছেন। তরুণদের আগ্রহ বেশি। তারা বলছেন, জীবনের প্রথম ভোট দিলাম। মানুষের আগ্রহ সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে। দুর্নীতিকে না বলাই তাদের এই ভোট। আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল। গত ১৫ বছরের উপহার উন্নয়ন ও সমৃদ্ধি। শেখ হাসিনার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আমরা নিশ্চয়ই বিপুল ভোটে বিজয়ী হবো।

তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী নয়। ১৫ বছরের আন্দোলন সন্ত্রাস নৈরাজ্যের। তাদের আন্দোলনে জনগণ নেই। এজন্য তারা জনগণকে ভয় পায়। তাই নির্বাচনে অংশ নেয় না। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকতে চায়। তারা বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর