রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন

সিলেট-২ আসনে ৪ প্রার্থীর ভোট বর্জন

সিলেট প্রতিনিধি / ৩৩৫ Time View
Update : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

সিলেট-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে কেন্দ্র দখল করে ভোট চুরির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চার প্রার্থী। রোববার দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলন করে তারা ভোট বর্জনের ঘোষণা দেন।

তারা হলেন, স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী, গণফোরামের মোকাব্বির খান ও তৃণমূল বিএনপির আব্দুর রব মল্লিক।

জাপা প্রার্থী ইয়াহইয়া চৌধুরী বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে নৌকার কর্মীরা এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দিচ্ছে। এ ব্যাপারে পুলিশ কিংবা প্রিসাইডিং অফিসার কোনো ব্যবস্থা না নিয়ে লিখিত অভিযোগ দিতে বলছেন। এমনকি একটি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখার পর নৌকার প্রার্থী এসে ভোটগ্রহণ শুরু করে দেন। এ অবস্থায় নির্বাচনে থাকা সম্ভব নয়, তাই বর্জন করছি।

মোকাব্বির খান বলেন, ‘যেভাবে জোর করে আমার ও অন্য দুই প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয়া হচ্ছে এরপরে নির্বাচনে থাকা যায় না। আমি নির্বাচন বর্জন করছি।’

মুহিবুর রহমান বলেন, ‘রীতিমতো জিম্মি করে নৌকার প্রার্থী টেবিল কাস্টিং করেছেন। আমি ভোট বর্জন করছি।’

সিলেট-২ আসনে এ চার প্রার্থী ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী মো. জহির (ডাব) এবং ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী মো. মনোয়ার হোসাইন (আম)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর