বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ. লীগের সমাবেশ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। ওইদিন বিকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
আজ সোমবার (০৮ জানুয়ারি) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান৷
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্ত হয়ে বাঙালি জাতি রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ জানুয়ারি ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, জনতার রায়ে গণতান্ত্রিক বিশ্ব নতুন রেকর্ড স্থাপন করে টানা চতুর্থবার ও মোট পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে শেখ হাসিনা দেশ পরিচালনা করবেন এবং নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিটি ওয়াদা বাস্তবায়ন করবেন।