বিইউপির ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ ও ২০ জানুয়ারি। ভর্তি পরীক্ষার আগে রোববার রাতে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রার্থীদের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিইউপির ভর্তি বিজ্ঞপ্তির তথ্যমতে, আগামী ১৯ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিনই বিকেল ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পর দিন ২০ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নেওয়া হবে।