শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৪ পূর্বাহ্ন

ভোটযুদ্ধে বিনোদন জগতে যারা হারলেন, যারা জিতলেন

অনলাইন ডেস্ক / ১৪৭ Time View
Update : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ঢাকা-১০ আসনে নৌকা প্রতীকের প্রার্থী হয়েই বাজিমাত করলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। এছাড়া পঞ্চমবারের মতো সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান নূর। এক লাখেরও বেশি ভোট পেয়েছেন তিনি।

তবে বিনোদন জগতের তারকাদের নির্বাচনে প্রথমবার প্রার্থী হয়ে হারের তালিকায় নাম লিখিয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এছাড়া হেরে গেলেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম।

ঢাকা-১০ আসনে নৌকার বিজয় এনে দিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তিন লাখ ২৪ হাজার ৯৩৯ ভোটারের মধ্যে তাকে ভোট দিয়েছেন ৬৫ হাজার ৮৯৮ জন। নির্বাচনে ফেরদৌসের নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে হাজি মো. শাহজাহান পেয়েছেন ২২ হাজার ৫৭ ভোট। দু’জনের ব্যবধান ৪৩ হাজার ৮৪১ ভোটে।

প্রথমবার প্রার্থী হয়ে চিত্রনায়ক ফেরদৌস জিতলেও পারেননি চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজশাহী-১ আসনে ভরাডুবি হয়েছে তার। ১৫৮টি কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মাহিয়া মাহি ভোট পেয়েছেন নয় হাজার নয়টি। তার প্রতিপক্ষ আওয়ামী লীগ মনোনীত ওমর ফারুক চৌধুরী পেয়েছেন এক লাখ ৩৫ হাজার ভোট।

জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি মমতাজ। মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে হেরে গেলেন তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ১৯৩টি কেন্দ্রে ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী টুলু পেয়েছেন ৮৪ হাজার ৫২৫ ভোট। আর মমতাজ পেয়েছেন ৭৮ হাজার ২৬৯ ভোট।

জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন নূর। নীলফামারী-২ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হন অভিনেতা। বেসরকারি ফলে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীনকে এক লাখ ৩ হাজার ৬৫৫ ভোটের বিপুল ব্যবধানে হারিয়েছেন তিনি। নূর পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৩৩৯ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকে জয়নাল পেয়েছেন ১৫ হাজার ৬৮৪ ভোট।

বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন পাবনা-২ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর