নিজেই সরে দাঁড়ালেন পাকিস্তান কোচ ব্র্যাডবার্ন
দুই বছরের চুক্তি থাকায় বিশ্বকাপে ভরাডুবির পরও পাকিস্তান ক্রিকেট দলের কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নকে সরায়নি পিসিবি। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার আগে তিনি নিজেই সরে দাঁড়ালেন। পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়ে কাউন্টি ক্রিকেট ক্লাব গ্ল্যামারগনের দায়িত্ব নিলেন তিনি।
এক বছর আগে মিকি আর্থারকে টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিলো। যিনি কাউন্টিতে ডার্বিশায়ারের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে পরামর্শক হিসেবেই পাকিস্তান ক্রিকেটে দায়িত্ব পালন করেন। তারই পরামর্শে ব্র্যাডবার্নকে প্রধান কোচ করা হয়। যার কাজ ছিল, মিকি আর্থারের পরামর্শ মোতাবেক দল পরিচালনা করা।
সোমবার এক্স (টুইটার) হ্যান্ডলে একটি বার্তা লিখে পাকিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ান ব্র্যাডবার্ন। পাকিস্তান দলে একাধিক দায়িত্ব পালন করার পর অবশেষে শহিদ আফ্রিদি-বাবর আজমদের বিদায় জানালেন।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর হিসেবে দায়িত্ব নেয়ার পর মোহাম্মদ হাফিজ স্পষ্ট করে জানিয়ে দেন, পুরো কোচিং স্টাফকেই পরিবর্তন করতে পারেন তারা। গ্র্যান্টের পদ নিয়ে তখন থেকেই আলোচনা শুরু হয়। নিজের পদ অনিশ্চিত জেনেই তিনি চাকরি ছাড়লেন বলে মনে করা হচ্ছে।
এক্স অ্যাকাউন্টে গ্র্যান্ট লিখেছেন, ‘পাকিস্তান ক্রিকেটে যে অসাধারণ অধ্যায় কাটিয়েছি তা শেষ করার সময় এসেছে। পাঁচ বছর তিন রকম দায়িত্ব সামলেছি। যা অর্জন করেছি তা নিয়ে গর্বিত। এত অসাধারণ ক্রিকেটার, কোচ এবং কর্মীদের সঙ্গে কাজ করতে পেরে খুব ভাল লেগেছে। পুরো দলকে আগামী দিনের সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য সাবেক ক্রিকেটার ইয়াসির আরাফতকে হাই-পারফরম্যান্স কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে। তিনিই ভারপ্রাপ্ত কোচ হিসেবে দায়িত্ব সামলাতে পারেন। আগামী ১২ থেকে ২১ জানুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।