মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৯:৩১ অপরাহ্ন

বুধবার শপথ নেবেন জাপার নবনির্বাচিত সংসদ সদস্যরা

অনলাইন ডেস্ক / ২৩৪ Time View
Update : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্যরা শপথ নেবেন বুধবার। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যরা। আগের ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে। বুধবার সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সব সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানিয়েছিলেন, দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ অধিকাংশ নবনির্বাচিত সংসদ সদস্য ঢাকার বাইরে থাকায় তারা বুধবার শপথ নিচ্ছেন না। আগামীকাল আমরা শপথ নিচ্ছি না। বৃহস্পতিবার বেলা ১১টায় আমরা নির্বাচিতদের নিয়ে একটি বৈঠক করব এবং ওই দিন বিকেল ৩টায় শপথ নেব।

উল্লেখ্য, বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়ের কর্মকর্তারা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন।

গত রোববার (০৭ জানুয়ারি) সারাদেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

 

জাতীয় পার্টির এমপিদের শপথ না নেওয়ার গুঞ্জন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর