ব্রাজিলে ট্রাক-বাস সংঘর্ষ, নিহত ২৫
ব্রাজিলে ট্রাকের সঙ্গে একটি পর্যটকবাহী বাসের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। সোমবার (৮ জানুয়ারি) বাহিয়া প্রদেশের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে এই দুর্ঘটনা ঘটে বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।
দেশটির দমকলকর্মীদের বরাত দিয়ে এএফপি জানায়, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ার গাভিয়াও পৌরসভার কাছে ট্রাকের সঙ্গে উপক‚লীয় অঞ্চলে আসা পর্যটকবাহী একটি বাসের সংঘর্ষ হয়। এতে ২৫ জন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের বেশিরভাগই বাসের যাত্রী ছিলেন।
এএফপি আরো বলেছে, দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে বাহিয়া সিভিল পুলিশ।
প্রদেশটির স্থানীয় ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, বাহিয়ার নোভা ফাতিমা এবং গাভিয়াও শহরের মধ্যে সংযোগ স্থাপনকারী ফেডারেল সড়কে রাতের আঁধারে এই দুর্ঘটনা ঘটে। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহতদের বেশিরভাগই মিনিবাসের যাত্রী ছিলেন বলে বাহিয়া সিভিল পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।
এ ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে জ্যাকোবিনা পৌরসভা কর্তৃপক্ষ।