মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পূর্বাহ্ন

সুরের নয়, শোক সাগরে ভাসিয়ে গেলেন রশিদ খান

শেখ সাদী খান / ১৮১ Time View
Update : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪

ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম গুণী সঙ্গীতজ্ঞ ওস্তাদ রশিদ খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেল ৩টা ৪৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

মৃত্যুকালে রশিদ খানের বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি রামপুরা ও সহসওয়ান ঘরানার অন্তর্গত ছিলেন। ঘরানার প্রতিষ্ঠাতা ইনায়ের হোসেন খানের প্রপৌত্র রশিদ খান।

স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

গত সপ্তাহে প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত এই শিল্পীকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এরই মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে অবস্থার অবনতি ঘটে। সবশেষ আজ তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত আর ফেরানো গেল না এই শিল্পীকে।

১৯৬৮ সালের ০১ জুলাই উত্তর প্রদেশের বদায়ুঁতে জন্ম রশিদ খানের। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় গানও গেয়েছেন তিনি। বাংলাদেশেও বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।

২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর