রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:৩১ পূর্বাহ্ন

আইন করে নিষিদ্ধ করতে হবে তারেক কে : নাছিম

শেখ সাদী খান / ৩৩৬ Time View
Update : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ যারা খুনের রাজনীতি করে তাদেরকে আইন করে নিষিদ্ধ করার দাবি তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘যারা বাংলাদেশের মানুষকে পুড়িয়ে মারে, চলন্ত ট্রেনে মানুষকে পুড়িয়ে হত্যা করে, তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে৷ তাদের মূল উৎপাটন করতে হবে৷

তিনি বলেন, ওই সন্ত্রাসীদের নেতা, গডফাদার তাদের রহমানসহ খুনিদেরকে নিষিদ্ধ করে দেশকে রক্ষা করতে হবে। আমি মনে করি, আইন করে তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে, বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে।

নাছিম আরও বলেন, আজকের এই দিনটি ঐতিহাসিক ভাবে আমাদের আনন্দের দিন। আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামীন এমন একটা সরকার আমরা পেতে যাচ্ছি। পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ১৬ কোটি মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমরা বলতে চাই, যারা ৭ জানুয়ারির নির্বাচন বানচাল করার জন্য মানুষ মারার রাজনীতি, সাম্প্রদায়িক শক্তির সাথে আতাত করে, যারা আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে ফেলতে চেয়েছিলো, শেখ হাসিনার পক্ষে ভোট দিয়ে তাদেরক্র ৭ জানুয়ারি জনগন জবাব দিয়েছে৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর