আওয়ামী লীগের বিজয় সমাবেশে দলে দলে উপস্থিত হতে শুরু করেছে নেতা-কর্মীরা
আজ (১০ ডিসেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশে দলে দলে মুহু মুহু করতালি ও স্লোগানে স্লোগানে উপস্থিত হতে শুরু করেছেন নেতা-কর্মীরা।
সমাবেশে শুরু আগে মঞ্চ থেকে মাইকে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ
বাংলাদেশ আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ একক সংখ্যাগরিষ্ঠ পদে নির্বাচিত হওয়ার পর আজ শপথ গ্রহণ পরবর্তী বিজয় সমাবেশের আয়োজন করেছে।
বিজয় সমাবেশ উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,যুব মহিলা লীগ,মহিলা আওয়ামী লীগ এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ,ঢাকা ও আশপাশের জেলা থেকে আগত নেতা-কর্মীরা, বিভিন্ন ব্যানার ফেস্টুনসহ মুহু মুহু করতালি ও স্লোগান নিয়ে নিয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে।