বিজয় মঞ্চে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আজ(১০ ডিসেম্বর) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগ আয়োজিত বিজয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশে এই মাত্র প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা উপস্থিত হয়েছেন।
সোহরাওয়ার্দী উদ্যানের ছবির হাটের গেইট, টিএসসি সংলহ্গ্ন গেইট, রমনা কালিমন্দিরের গেইট, তিন নেতার মাজার গেইট দিয়ে প্রবেশ করছেন নেতাকর্মীরা। আর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের গেইট দিয়ে প্রবেশ গেইটি ভিআইপিদের জন্য রাখা হয়েছে।
মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক শেখ মুজিব
জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিতে ঢাকায় জনসভা করছে আওয়ামী লীগ, যা কার্যত দ্বাদশ সংসদ নির্বাচনের বিজয় উৎসবে পরিণত হতে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় বক্তব্য দেবেন।
এর আগে দলে দলে ঢাকা জেলা ও আশপাশের জেলা থেকে আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীরা বিজয় সমাবেশ স্থলে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হন।