বেনাপোল এক্সপ্রেস বৃহস্পতিবার থেকে চলবে
আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বৃহস্পতিবার থেকে চলবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুজ্জামান বলেন, বৃহস্পতিবার থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু করা হবে। বৃহস্পতিবার ঢাকা থেকে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও সেদিন ট্রেনটি চালু করা হবে বেনাপোল রেল স্টেশন থেকে। বেলা ১২টা ৪৫ মিনিটে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি। পরে রাত ১১টা ৪৫ মিনিটে আবার ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে।
গত ০৫ জানুয়ারি রাত ৯টার দিকে চলন্ত অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় এখন পর্যন্ত চার জন মারা গেছেন। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১০ জন। তাদের অবস্থা ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।
আগুনে পুড়ে যাওয়া মরদেহগুলো চেনার উপায় নেই। মরদেহের পরিচয় জানতে পারেননি স্বজনরা। চারটি মরদেহের দাবিদার স্বজনদের ডিএনএ নমুনা নিয়ে সিআইডির ফরেনসিক বিভাগ কাজ করছে। মরদেহের নমুনার সঙ্গে স্বজনদের পরিচয় শনাক্তের পর হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
এ ঘটনায় পর দিন ট্রেনটির পরিচালক (গার্ড) এস এম নুরুল ইসলাম বাদি হয়ে মামলা করেন। এ ঘটনায় অন্তত আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে রেলওয়ে সূত্র জানিয়েছে।