মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:১১ অপরাহ্ন

ভুটানের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেরিং তোবগে

অনলাইন ডেস্ক / ১৫২ Time View
Update : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

ভুটানের সদ্য সমাপ্ত নির্বাচনে পার্লামেন্টের দুই তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি)। পিডিপি’র শীর্ষ নেতা ৫৮ বছর বয়সী শেরিং তোবগে একাধারে রাজনীতিবিদ, পরিবেশ আন্দোলন নেতা এবং আইনজীবী হিমালয় কোলের দেশটির প্রধানমন্ত্রী হতে চলেছেন।

এর আগে ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

দেশটির ইলেকশন কমিশন জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৭টি আসনের ৩০টিতে জয় পেয়েছে পিডিপি। বাকি ১৭টি আসনে জিতেছে ভুটান তেন্দ্রেল পার্টি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং তার দল দ্রুক নিয়ামরুপ শোগপা কোনো আসন পায়নি। খবর আল জাজিরা।

ঐতিহ্যবাহী রাজতন্ত্র থেকে ২০০৮ সালে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবেশের পর বুধবার চতুর্থ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হল দেশটিতে। ভুটান সরকারি ভাবে ‘গ্রস ন্যাশনাল হ্যাপিনেস’ নামের একটি সূচক পরিচালনা করে। তবে এবারের নির্বাচনী প্রচারণায় পিডিপি দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ওপর জোর দিয়েছে।

গত কয়েক মাস ধরে দেশটি রিজার্ভ সংকটে ভুগছে। ভুটানের ইতিহাসে এমন সংকট আগে আসেনি। বর্তমানে দেশটির প্রতি আট জন মানুষের মধ্যে একজন খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এছাড়া দেশটিতে বেকারত্বের হারও দিন দিন বাড়ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর