আমরা জুঁইফুলের গান গাইবো এটা তো হয়না : কাদের
আমরা বিরোধী দল বিএনপিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই । কিন্তু সহিংসতা সংঘাত এলে এখানে তো রাজনৈতিকভাবে মোকাবেলা করে লাভ নাই,তারা গর্জন করবে বন্দুক নিয়ে আর আমরা জুঁইফুলের গান গাইবো এটা তো হয়না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক কর্মসূচি আমরা চলমান রেখেছি । আজকের যে পরিস্থিতি তাতে রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে চাই । কিন্তু রাজনীতিতে যদি কেউ সন্ত্রাস ,সংঘাত, সহিংসতার উপাদান যুক্ত করে তখন সেখানে উদ্ভূত পরিস্থিত মোকাবেলায় যা যা করতে হবে সুষ্ঠুভাবে ,সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য আমাদের সব কিছুই করতে হবে।
কাদের আরও বলেন, কিছু প্রশাসনিকভাবে মোকাবেলার প্রশ্ন আছে। কিছু আমাদের দলীয় কর্মসূচি আছে। এতোদিন আমরা নির্বাচনকে সামনে রেখে ওদের আন্দোলন মোকাবেলা করেছি এখনো আমাদের কর্মসূচি যথারিতি চলবে। রাজনীতি তো আর বন্ধ থাকবে না,রাজনীতি চলবে ।