সংরক্ষিত আসনের মহিলা এমপি হতে চান অপু বিশ্বাস
মোহাম্মদ নুর।
ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস চেয়েছিলেন অভিনেত্রী পরিচয়ের পাশাপাশি তার আরেকটি পরিচয় হোক। সেই ইচ্ছা থেকেই উদ্যোক্তার খাতায় নাম লেখালেন তিনি। এছাড়াও নারীর নেতৃত্বের অগ্রযাত্রার এই যুগে পিছিয়ে পড়া নারীদের কল্যাণেও কাজ করতে চান এ ঢালিউড কুইন। সে কারণে হতে চান সংরক্ষিত আসনের সংসদ সদস্যও। নারীনেত্রী হিসেবে নিজেকে নিয়ে যেতে চান সুবিধাবঞ্চিত নারীদের দোড়গোঁড়ায়। ইতোমধ্যে উদ্যোক্তা বনেও গেছেন অপু বিশ্বাস।
গতকাল শুক্রবার রাজধানীর আফতাবনগর মেইন রোডের সি ব্লকের ১৭ নম্বর বাড়ি থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে অপুর ‘সিগনেচার বাই এবি পার্লার এন্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে এন্ড রেস্টুরেন্ট’।
অপুর পার্লার ও রেস্টুরেন্ট উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াকিল উদ্দিন ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমনসহ আরও অনেকে।
এর আগে গেল বছর সিনেমা প্রযোজনা করে অপু হয়েছিলেন প্রযোজক। এবারে বিউটি পার্লার ও রেস্তোরাঁ খুলেছেন তিনি। ব্যবসা শুরুর এই খবর নিজের ফেসবুকেও জানিয়েছেন অপু।
সেখানে তিনি লিখেছেন, “মানুষের কাছে আমি একজন নায়িকা, দর্শকের ভালোবাসার একজন অভিনেত্রী। আমি চেয়েছি এর বাইরেও আমার একটা আলাদা পরিচয় গড়ে উঠুক। এখন আমি অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা নিয়ে ব্যস্ত সময় পার করছি। এবার শুরু করলাম নতুন ব্যবসা। আমি চাই ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। আমার সন্তানের কাছেও আমার সেই পরিচয়টা গর্বের হবে বলে আমার বিশ্বাস।
আর ব্যবসার পাশাপাশি রাজনীতি করতে চাই।
আমি এমপি হলে গরীব অসহায় মানুষদের পাশে থাকবো।