সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন

বার্সাকে উড়িয়ে শিরোপা রিয়ালের

স্পোর্টস ডেস্ক / ১৬৬ Time View
Update : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

ম্যাচের আগেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজ। কিন্তু বছরের শুরুর দিকেই এলক্লাসিকোতে খেলতে নেমে দেখা গেল উল্টো চিত্র। রিয়ালের এক তারকার কাছেই বড় ব্যবধানে হেরে গেল বার্সা। ম্যাচের প্রথমার্ধেই দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের আরও একবার জেগে উঠার রাতে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ।

গতকাল রোববার রাতে সৌদি আরবের আল আওয়াল পার্কে ‘আরব্য রজনী’ লোককথার মতোই একটি দারুণ রাত কাটালো রিয়াল। পুরো ম্যাচেই দুর্দান্ত ছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ভিনিসিয়ুসকেই যেন থামাতে পারছিলেন না গত আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনার খেলোয়াড়রা। সেই ভিনিকে আটকাতে না পেরে দুইবার ফাউল করে লালকার্ড দেখেন বার্সার ডিফেন্ডার রোনাল্ড আরাজাও। ফলে ম্যাচের ৭১তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।

বার্সা ১০ জনের দলে পরিণত হওয়ার আগেই নিজেদের ৪ গোল করে ফেলেছে রিয়াল। এরপর গোল করা আরও সহজ হলেও ব্যবধান আর বাড়ায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের ৩৩তম মিনিটে বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেছেন পোল্যান্ডের ফরোয়ার্ড রবার্ট লেভানডস্কি।

ম্যাচের শুরুর দিকেই রিয়ালের গোল উৎসবের উদ্বোধন করেন ভিনিসিয়ুস। ৭তম মিনিটে ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যামের অ্যাসিস্টে বার্সার জালে বল জড়ান ভিনি।

এরপর ৩ মিনিটে আবারও ভিনি। এবার আরেক ব্রাজিলিয়ান রদ্রিগো অ্যাসিস্ট করেন তাকে। অর্থাৎ ১০ মিনিটের মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। এরপর ৩৩তম মিনিটে লেভানডস্কির গোলে ব্যবধান ২-১ করে বার্সেলোনা।

ম্যাচের ৩৯তম মিনিটে আবার গোল করে দারুণ এক হ্যাটট্রিক করেন ভিনি। ফলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে আবারও গোল রিয়ালের। তবে এবার গোল করেন রদ্রিগো নিজেই। ৬৪ মিনিটে রদ্রিগোর গোলে ৪-১ ব্যবধান করে রিয়াল।

রিয়ালের ৪-১ গোলের ব্যবধান আর কমাতে পারেনি বার্সা। এর ৭ মিনিট পর আরাজাও লালকার্ড দেখলে তো আরও দুর্বল হয়ে যায় জাভির শিষ্যরা। ফলে বড় ব্যবধানে জিতেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে জিতে শিরোপা ঘরে তোলে রিয়াল।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর