মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

দুই সুপার ওভারে ব্যাটিং, রোহিত কি নিয়ম ভেঙেছেন?

স্পোর্টস ডেস্ক / ২২২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
ছবি সংগৃহীত

আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচ সিরিজের শেষ ও তৃতীয় টি-টোয়েন্টিতে সুপার ওভারে জিতেছে ভারত। সিরিজ জিতেছে আগেই। তবে সিরিজ জয়ের চেয়ে বেশি আলোচনা হচ্ছে শেষ ম্যাচের সুপার ওভার নিয়ে। যার কেন্দ্রবিন্দুতে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।

ম্যাচে প্রথম সুপার ওভারে স্বেচ্ছায় মাঠ ত্যাগ (রিটায়ার আউট) করেও দ্বিতীয় সুপার ওভারে ব্যাট করেছেন রোহিত। আর এ নিয়েই চলছে তুমুল আলোচনা সমালোচনা। রোহিত কি আউট ছিলেন নাকি আসলেই দ্বিতীয়বার ব্যাটিং করার সুযোগ আছে? আইসিসির নিয়মই বা কি বলে? এমন প্রশ্ন চারপাশে ঘুরপাক খাচ্ছে।

আইসিসির টি-টোয়েন্টি প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, প্রথম সুপার ওভারে আউট হওয়া ব্যাটসম্যান পরের সুপার ওভারে নামতে পারবেন না। নিয়মানুযায়ী, কোনো বোলার প্রথম সুপার ওভারে বল করলে দ্বিতীয় সুপার ওভারে পারবেন না। আউট হওয়া ব্যাটসম্যানের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এখানেই মূলত রোহিতকে নিয়ে আলোচনা।

প্রথম সুপার ওভারে রোহিত শর্মা উঠে যাওয়ার সময় স্পষ্ট দেখা গিয়েছিল যে, তিনি স্বেচ্ছায় মাঠ ত্যাগ করেছেন। সে হিসেবে তিনি রিটায়ার আউট। দ্বিতীয়বার মাঠে নামার কোনো সুযোগ নেই। কিন্তু ভারতীয় দলনেতা নেমেছেন, যা সম্পূর্ণ আইসিসির প্লেয়িং কন্ডিশনের বিরুদ্ধে!

ম্যাচ শেষে ভারত দলের কোচ রাহুল দ্রাবিড়ও একই কথা বলেছেন, রোহিত রিটায়ার আউট ছিলেন। যদি সেটাই হয়ে থাকে, তাহলে দ্বিতীয় সুপার ওভারে তার ব্যাটিং বৈধ ছিল না। আইপিএলে রবিচন্দ্রন আশ্বিনের ঘটনা টেনে রাহুল বলেন, ‘নিজেকে ওই সময়ে আউট করা আশ্বিন পর্যায়ের চিন্তাভাবনা।’

বেঙ্গালুরুতে ৪২৪ রানের ম্যাচ টাই হওয়ার পর প্রথম সুপার ওভারে ১৬ রান তোলে আফগানিস্তান। ১৭ রানের লক্ষ্যে ভারত ১৬ রান তুলতে পারে রোহিতের দুটি ছক্কায়। তবে শেষ বলে রোহিত ছিলেন নন স্ট্রাইকে। ভারতের প্রয়োজন ছিল ২ রান। এই সময় রোহিত উঠে গিয়ে রিংকু সিংকে মাঠে পাঠান। শেষ বলে ভারত ১ রানের বেশি না তুলতে পারায় ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।

তখন আবারও ব্যাটিংয়ে নামেন রোহিত। সেই রোহিত ফরিদ আহমেদের প্রথম ৩ বলে তোলেন ১১ রান। এবার ১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান আটকে যায় ১ রানেই। ভারত ম্যাচ জিতে যায় সুপার ওভারে।

এমআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর