দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে টানা ছয় ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এ সময় মাঝ নদীতে আটকে ছিল দুটি ফেরি।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ।
এর আগে বুধবার দিবাগত রাত দেড়টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিটি।
ওই সময় মাঝ নদীতে জাহাঙ্গীর ও করবী নামে দুটি ফেরি আটকা পড়ে বলে জানান বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।
তিনি বলেন, মধ্যরাত থেকেই কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। রাত দেড়টার দিকে মাঝ পদ্মায় দুটি ফেরি পথ হারিয়ে ফেললে দুর্ঘটনা এড়াতে চলাচল বন্ধ করে দেয়া হয়। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এমআর