শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থীর নাম বৃষ্টি সরকার (২২)। তিনি সাতক্ষীরার মধূসুদন সরকারের মেয়ে।
বুধবার (১৭ জানুয়ারি )রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিপরীতে সদর উপজেলার কর্ণকাঠী এলাকার মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. সোহেল রানা বলেন, ওই ভবনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মেস ভাড়া করে থাকতো। রাতে আমাকে ফোন করে শিক্ষার্থীরা জানায় বৃষ্টি ফ্যানের সঙ্গে ঝুলছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দরজা ভেঙে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য বলি। তাৎক্ষণিক শিক্ষার্থীরা হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে আমাদের নিশ্চিত করেছেন চিকিৎসক।
তবে কী কারণে আত্মহত্যা করেছে, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।